Sunday, March 25, 2012

meeeeee

ওয়েবসাইট হ্যাক করুন দুনিয়ার সবচেয়ে সোজা ট্রিক্স দিয়ে!!!

Advertisement -
Microsoft Imaginecup 2012
বেশ কিছুদিন পর আবার বস্লাম টুইট করতে। এই টুট পরে আপনি পারবেন কিছু ওয়েবসাইট
খুব সহজে হ্যাক করতে।
আসুন মিশনে নামি।
প্রথমে গুগলে যান।
সার্চ করুন এই ডর্ক দিয়ে।
inurl:rte/my_documents/my_files
অথবা
inurl:/my_documents/my_files/
আমি করে পেয়েছি
http://www.jrf.org.tw/newjrf/rte/my_documents/my_files/
my_documents/my_files/ রিপ্লেস করুন নিচের Vuln Link
দিয়ে।
RTE_popup_file_atch.asp
অথবা
RTE_popup_file_atch.asp
আমি করেছি,
http://www.jrf.org.tw/newjrf/rte/RTE_popup_file_atch.asp
নিচের ছবির মত আপ্লোডার সহ একটি ফাইল ম্যানেজার পাবেন।

ব্যাস, প্রায় শেষ!!
এখান থেকে আপনার ডিফেস পেজ বা শেল আপ্লোড দিন।
নিচের ছবি দেখুন।

আপনার শেলটি / ডিফেস পেজটি লোকেট করে উপলোড করুন।
এটি নিজেই ফাইল পাথ আপনাকে দেখিয়ে দেবে।

ফাইল প্রিভিউ সহ!!!
আমি শেল আপ্লোড দিয়েছি।
http://www.jrf.org.tw/newjrf/rte/my_documents/my_files/1B1_fs20.asp;.jpg

আপনার শেলটি আপ্নলোদের পুর্বে এক্সটেসনটি চেঞ্জ করে নিতে ভুল্বেন না।
যেমন, shell.asp;.jpg , shell.asp;.txt ইত্যাদি ইত্যাদি।।
শেষ... আমাদের ফোরামে আসার আমন্ত্রন রইলো।

No comments:

Post a Comment